আমার স্বপ্নগুলো
ডানামেলে আকাশের অসীমতা ছুঁয়ে..
আমার স্বপ্নগুলো
অবারিত সবুজের মাঠে পড়ে নুয়ে।..
আমার স্বপ্নগুলো
অভিরাম সাগরের দিকে যায় ছুটে..
আমার স্বপ্নগুলো
স্বদেশের ছবি আঁকে মুগ্ধ—পত্র পুটে।..

আমার স্বপ্নগুলো
বুকের বাগানে জুঁই ফুল হয়ে হাসে..
আমার স্বপ্নগুলো
রবির সোনার তরী নিয়ে ফিরে আসে।..
সারারাত টুপটাপ
শিশিরের মুগ্ধশব্দে কতো কথা বলে..
আমার স্বপ্নগুলো
প্রভাতের দূর্বাঘাসে মুক্তা হয়ে জ্বলে।..

আমার স্বপ্নগুলো
বাউলের একতারা নিয়ে বসে নদী তীরে
সুমধুর সুরেসুরে
রূপসী বাংলার প্রাণ পায় ফিরে।..
আমার স্বপ্নগুলো
পুস্তকের পাতা খুলে পড়ে ইতিহাস..
আমার স্বপ্নগুলো
মুক্তমনা জননীর লুপ্ত দীর্ঘশ্বাস।..