আমার একটা জীবন ছিলো সত্যের পথে চলার
আমার একটা জীবন ছিলো সবার কথা বলার
আমার একটা জীবন ছিলো মুক্ত মাঠে খেলার
আমার একটা জীবন ছিলো মধুর কিশোর বেলার।

আমার একটা জীবন ছিলো ডুব সাঁতারে ভাসার
আমার একটা জীবন ছিলো মাটির কাছে আসার
আমার একটা জীবন ছিলো মাকে কেবল ডাকার
আমার একটা জীবন ছিলো সবুজ গাঁয়ে থাকার।

আমার একটা জীবন ছিলো সুখের ভূবন গড়ার
আমার একটা জীবন ছিলো প্রকৃতির পাঠ পড়ার
আমার একটা জীবন ছিলো ফুলের মতো ফেঁাটার
আমার একটা জীবন ছিলো দূরের পথে ছোটার।

আমার একটা জীবন ছিলো স্বদেশ ভালোবাসার
আমার একটা জীবন ছিলো চাঁদের মতো হাসার
আমার একটা জীবন ছিলো অনেক কিছু শেখার
আমার একটা জীবন ছিলো গান—কবিতা লেখার।

আমার এখন একলা জীবন বৃদ্ধ—বয়স ভাতার
আমার এখন একলা জীবন হঠাৎ ঝরা পাতার
আমার এখন একলা জীবন ভীষণ অবহেলার
আমার এখন একলা জীবন আঁধার বরণ বেলার।