খেক শেয়াল আর নেড়ি কুকুরের মৈত্রী উৎসবে
সুসজ্জিত মঞ্চে আমিও আজ আমন্ত্রিত অতিথি
আকস্মিক আঘাতে অবাক পৃথিবী নীরব নিশ্চুপ
নিষ্প্রাণ মূর্তির মতন পাথর চোখে চেয়ে দেখি-
আদিগন্ত জুড়ে আগন্তক অন্ধকারের নগ্ন নৃত্য।
মৃত্যুময় শ্মশানের নিস্তব্ধতা ভেঙে বহুদূর থেকে
বৈরী বাতাসে ভেসে আসে লাল কষ্টের গোঙানি
অবারিত সবুজের মাঠে নুয়ে পড়া নীল আকাশ
কবে কখন যেন ঢেকে গেছে বিষাদের বিষন্ন মেঘে
কাফনের শুভ্রতা ছুঁয়েছে সবুজ ঘাসের সাদাকষ্ট।
আমাদেরস্বপ্নিল আঙিণায় এতো দুর্ভেদ্য অন্ধকার
নিকট অতীতেও কেউ কখনও দেখিনি কোনদিন
ওই দূর দিগন্তে আশার আলো জ্বলে ঝিকিমিকি
আমাকে ফিরিয়ে দাও জোসনাস্নাত মাধবী রাত
কাঙ্খিত প্রভাতের প্রত্যাশায় নির্ঘুম জেগে আছি।
প্রেয়সী কেন কেড়ে নিয়েছো আমার কাগজ কলম
কই আমার স্বদেশ প্রেমের বই দাও ফিরিয়ে দাও
অর্ধ শতবর্ষী মুক্তছন্দে আমি লিখব নতুন কবিতা
চোখ তুলে চেয়ে দেখো শ্বেতশুভ্র কাশফুলের স্নিগ্ধতা
ওই কুমার কূলে আমাকে কেমন আকুল করে ডাকছে।
এ মাটির মমতা মাখা অঙ্গ আমার শ্রমে ঘামে ভেজা
ভিনদেশী পারফিউমের গন্ধে এ পরান আনচান করে
লতাগুল্মের ঘরে কাজল বধু অট্রহাসিতে ফেটে পড়ে
সোনামুখিমা পাটের শাড়ির আঁচলে লজ্জায় লুকায় মুখ
আমরা বাঙালি ভালোবাসি বাংলা ভাষা বাংলাদেশ।