প্রতিটি সবুজ পাতার শিরায়
অর্থহীন কিছু অর্থ থেকে যায়।
ঝরে যায় প্রতিনিয়ত
অভুক্ত নিয়মে বিবর্তনের ধারা।
এই পৃথিবীর সমস্ত কিছুই বদলে গেলেও
আমার বিবর্তনের ধারা
দূরন্তপনার অভ্যাস ছাড়া
কিছুই বদলায় না।
ব্রহ্মপুত্রের কালো বাতাস
উড়ে নিয়ে যায় কাশফুলের কালো বন
অপরিবর্তিত থেকে যায় শুধু
আমার দর্শন।