বিবর্তন যখন থেমে গেছে,
এক ডাল কচি আম নিয়ে
বৈশাখ এসেছে।
বৈশাখ এসেছে শোনা গেছে,
দর্দন্ড প্রতাপ নিয়ে মহাবাদলের ঝর
কর্কর শনশন করে এসেছে বৈশাখ
বিবর্তনের ধারা বদলাতে।
মাটি খুড়ে খুড়ে যখন আমার অস্তিত্ব
কে বের করছি -গঙ্গারিদ্ধির মহাকাল থেকে
দর্দম প্রতাপ নিয়ে ভাস্মর সবুজ বাংলাদেশ।
এতদিন কতদিন করে হারিয়ে গেছে,
আমার অলস সন্ধ্যা,দুপুর কেটে গেছে,
প্রাণের স্বাদ আর ঘ্রানের টানে
আবার এসেছি আমি রৌদ্রময় দুপুরে
তোমাদের দলে
আমি হাসব বলে।
আমি আজ উড়িয়ে দেব রঙিন ঘুরি
আমার বাংলাদেশ জুড়ে
হাজার বছরের মহা কালো রাত ধরে
মিটমিট তারার মত জ্বলবে কুড়ে ঘর
আমার বাংলাদেশ জুড়ে,
বৈশাখ তুমি এসে গেছ
১৪ এপ্রিলের পান্তা ইলিশ নয়
ঝন্ঞা হয়ে সমস্ত বাংলায়
কুড়ে ঘরের ঠান্ডা, টক পান্তা হয়ে।