চারদিকে কোকিল ডাকে
বসন্ত এসেছে ধরায়
মেতে আছো বাহির উঠোনে
হায়রে ক্রিকেট খেলায়
ক্রিকেট খেলা খেললে তুমি
অচেনা বালকের সাথে
আমি ছিলাম পানির ড্রেনে
মনটা তোমার মাঝে।
যদিও তুমি ক্রিকেট খেল
তবু দৃষ্টির ত্রুটি নাই
সারাজীবন আমার পাশে
তোমায় যেন পাই।
ডাকযোগে একটা চিঠি
দিয়েছিলাম আমি
পিয়ন বেটার হাত থেকে
নিয়েছ কি তুমি?
হৃদয় দিয়ে উপলব্দি করি
তুমি শুধু আমার
তোমায় পেলে এই জীবনে
নাইতো কিছু চাওয়ার।
তুমি প্রিয়া সুখে থেকো
এইতো আমার কামনা
কবিতার চরন শেষ করলাম
কখনো যেন ভুলো না।