সবিতা'র ঘুম ভাঙার আগেই
ঘুম ভেঙেছে আমার
দৃষ্টির সীমানায় হাটতে দেখেই
পিছু নিয়েছি তোমার।

পিচ ঢালা পথ পেরিয়ে যখন
বালুতে জড়ালো পা
হিমেল হাওয়া ছুঁয়ে গেল
তোমার সারা গা।

আমায় দেখে মুচকি হেসে
সঙ্গী করে নিলে
আলতো করে পা ভিজালে
নীল সাগরের জলে।

ঢেউয়ের ছন্দে পা দুলিয়ে
চলতে থাকা সোজা
সবাই মিলে চেষ্টায় রত
মুক্তা মণি খোঁজা।

এমন সময় সবিতা'র আলো
পুরো সাগর জুড়ে
মন হারিয়ে যায় অচেনায়
কোন সে নতুন সুরে।

আরো বেশি উজ্জ্বল হলো
দিবাকরের কিরণ
গা'টা হইল দুধে আলতা
মুখটা চাঁদ বরণ।