সোয়াদের বাপ, কি করগো?
ক্যান! কিছু কইবা?
বাসায় আসলেই মোবাইল দেহ
এহন এইডা থুইবা।
এইতো রাখছি একটু খানি
শেষ খবরটা দেহি,
এত টেহার মোবাইল কিনছি
আর কিছু কাম শিহি।
খানিক বাদে তপ্ত সুরে
আইজও দেহা অয়না,
বাসায় আইসাও এমন কর
এই জ্বালা আর সয়না।
তোমার হাতে মোবাইল দেইখা
ছেলেও ধরে বায়না,
খেলনা যতই দেইনা তারে
মোবাইল ছাড়া নেয়না।
এহন তাগো খাবার দিলেও
করে ফোনের আবদার,
না গিলে সব মুখে জমায়
মোবাইল চাপে বারবার।
ক’দিন আগে তোমার হাতে
থাকত যহন বই
বড় পোলাডা কইতো আমায়
আমার বইটা কই?
সেই পোলাডাও মাঠ ছাড়ছে
মোবাইল ফোনের নেশায়
পথের দিকে চাইয়্যা থাহে
আইবা কহন বাসায়।
মোবাইল ফোনের ব্যবহারে
না হও যদি সচেতন
চেয়ে চেয়ে দেখবা শুধু
গোল্লায় যাবে বাছাধন।