নিঝুম বনে ডাকছে পাখি
ভিজিয়ে সারা গাঁ
কোথায় তুমি যাচ্ছ চলে
আমায় ছেড়ে মা?
তোমায় ছেড়ে কেমনে মাগো
থাকবো আমি একা
পায়ে পড়ি মাকে ফেরাও
ও-ছোট কাকা।
মাগো তোমার দুধ খেয়েছি
ঘুমিয়েছি তোমার কোলে
বাঁচবোনা আমি আর বেশিদিন
তোমায় মাগো ভুলে।
বাবার সাথে ঝগড়া হয়েছে
তাই কি যাচ্ছ চলে?
আমায় কেন নাওনা সাথে
যাচ্ছ আমায় ফেলে।
বাবা তুমি মাকে ডাকো
মা’ তো চলে যাচ্ছে
দু-চোখ ভরে দাদুভাই আজ
আমার কান্না পাচ্ছে।
জেঠু তুমি বাবাকে বলো
মা’কে ফিরিয়ে দিতে
না হলে কিন্তু ভাত খাবোনা
ঘুমোবোনা আজ রাতে।
জেঠি বলছে আর কোন দিন
মা’ আসবে না ফিরে
একা একা কেমনে আব্বু
থাকবো আমি ঘরে।
দাদী-
মা তো যাচ্ছে নানার বাড়ী
আমাকে যেতে দাও
এখানে আমি থাকবোনা মা
তোমার সাথে নাও।
বাবু আমায় মারবে মাগো
বাবা দিবে বকা
মামা শুধু মাকে নিওনা
আমাকে ফেলে একা।
দাদী বলে মা’কে বাবা
দিয়ে দিয়েছে তালাক
যাসনে দৌড়ে ওরে ও তুই
আমার বুকে থাক।
বাবা গিয়ে আনল ধরে
মূর্ছা গেলাম সেদিন
সবাই বলে শুকিয়ে যাচ্ছি
বাঁচব আর ক’ দিন।
এমন করে আমার মত
মা’ হারা করো না
যে দিন তোমাদেরও মা চলে যাবে
সে দিন বুঝবে বেদনা।