কোকিল ডাকে কোকিল ডাকে
কদম গাছের ডালে
কোকিল ডাকে মনের সুখে
নীল আকাশের তলে ।
কোকিল ডাকে শিমুল গাছে
বসে ফুলের পাশে
কোকিল ডাকে গ্রাম বাংলায়
গ্রামকে ভালবেসে ।
কোকিল ডাকে নদীর বাঁকে
যেথায় স্নাঁনরত বধুঁয়া
কোকিল ডাকে মনের ছন্দে
এলে ফাল্গুনি হাওয়া ।
কোকিল ডাকে পুকুর ঘাটে
সুরে মিশিয়ে মাধুরী
মাতৃভূমিকে সাজায় কোকিল
অপরুপা সুন্দরী ।
কোকিল ডাকে নির্জন মাঠে
কণ্ঠে নিয়ে গান
ধন্যবাদ তোমায় মহান প্রভু
কোকিল করেছ দান ।
সেই কোকিলের ডাকে আমি
হই যে মাতোয়ারা
কোকিল আসে বসন্ত নিয়ে
মধুর করে ধরা ।