যে যেখানে আছি রে ভাই, যেন বাপের জমিদারি
নিজের স্বার্থ করতে রক্ষা, করছি পরের পকেট চুরি।
সেথা বাদ যায় না মজুর, কুলি বাদ যায় না মিনিস্টার
আমার কাজটা আমিই করবো, তাতে কি বা যায় আসে কার?
বলেছি আমি কাজ হবেনা, যায়না বোঝা বাংলা ভাষায়
তবে কেন বোকার মত, বসে আছেন কিসের আশায়?
আবার কেন আসছেন আপনি, বলেছিতো আর হবেনা
এই বৈশাখে আমার বাচ্চা, বৈশাখী ড্রেস কেন পাবে না?
ভুক্তভোগী করজোড়ে,“ আমারতো এখন সবই শেষ,
মুচকি হেসে তখন আমি, “শুনুন এক খানা উপদেশ।
আজকের দিনটা চলেই গেছে, কাল আসবেন সকালে
সাথে একটা খাম আনবেন, করবেন দেখা হোটেলে।
চেষ্টা করবো সর্বোচ্চ, দেখা যাক পারবো কি না
আমি আবার ভোজন রসিক, তবে কালকেই হবে খানাপিনা।
প্রতি ধাপেই এমন চাপ, সামলোনাটা ভীষণ দায়
তবে কি ভাই ঘুণ ধরেছে? সবুজ এই বাংলাটায়।