বাংলার গড়ে তোলা
অকৃত্রিম সাহসে ভরপুর,
গভীর সমুদ্রের মুক্তা খোঁচানো
আমার প্রাণের দামাল ছেলেরা
রক্ষা কর, যা দেশকে এনে দিয়েছো।
তপ্ত হৃদয়ের ক্ষুধা
আজও শেষ হয়নি-
দাও দাও করে বুকের মাঝে জ্বলছে
গর্জে ওঠা অগ্নি শিখার মত।
আজ জাতিকে
ক্ষুধাতুর থেকে অসীম সাহসী,
সেই বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মেশিনগানের
মত করে গড়ে তোল।
অন্তিম এই সূর্যটার
চারদিক শস্য-শ্যামল
সবুজে পরিণত করে
আমার এই রক্ত ঢালা মায়ের
বুকে হাসি ফুঁটাতে হবে।
আমার এই লাঞ্চিত
মা বোনদের হাহাকার
আজও কানে ভাসছে
লক্ষ কোটি প্রতিধ্বনি হয়ে।
হে বাংলার দামালেরা-
অনেক ত্যাগের বিনিময়ে
লক্ষ চোখের অশ্রুর বিনিময়ে আনা
স্বাধীনতার সেই রক্তিম সূর্যকে
হাসির উচ্ছাসে মাতিয়ে তোল।
সেই সাহসী মুক্তিযোদ্ধা আযম
আমাকে বলে গেল,
আমরা তোমাদের স্বাধীনতা নামের
লাল সূর্যটা এনে দিলাম
তাকে সঠিকভাবে রক্ষা করার
দায়িত্বভার তোমাদের উপর।
সেই দায়িত্বভার কাঁধে নিয়ে
সেই আযমের কথা মেনে নিয়ে
মেশিন গানের বুলেটের মত
গর্জে ওঠো রক্ষা কর স্বাধীনতা।
চারদিকে গড়ে তোল মৈত্রতা
বাদ দাও সকল ক্ষিপ্রতা
হিন্দু, মুসলিম, খ্রিস্টান
ভুলে যাও, ভুলে যাও সব বর্ণ প্রথা
গড়ে তোল রক্তরাঙ্গা মা’র বুকে
সবুজ শ্যমলা একটি সূর্যের আশপাশ