একটা কথা বলি
আর কত দলাদলি করতে হবে।

আর কত ভাইভাই
তর্ক বিতর্ক আর ঝগড়ায় লিপ্ত রবে।

একই বিছানায়
শুয়ে দুই ভাই, বড় হয়েছে আজ।

কেন যে তারা
বলে না কথা, চোখেতে কিসের লাজ।

একই ছাদ
আজ নেই, উঠোনে উঠেছে দেয়াল।

জানেনা কেউ
কে কেমন? কেউ রাখেনা কারো খেয়াল।

কখনো কখনো
চিৎকার চেঁচামেচি, শুনতে পাওয়া যায়।

ভাই গিয়েছে
ভাইকে মারতে, একি দৃশ্য দেখি হায়!

চুপ রও তোমরা
চুপ রও ভাই, কেন যে কর এসব?

হতেই পারে
তোমাদের সবার, আলাদা আলাদা মত।

তাই বলে
স্বার্থের টানে, আঁকড়ে ধরেছো দুনিয়া।

সে দিন বুঝবে
যে দিন চলে যাবে, রেখে পৃথিবীর মায়া।