বৈশাখ এসেছে বৈশাখ এসেছে
জমেছে হাজার মেলা
বৈশাখ এসেছে মনের কোনে
প্রাণে আনন্দের দোলা।
বৈশাখ এসেছে সবুজ মাঠে
নিয়ে ফুলের সুভাস
বৈশাখ এসেছে বাংলার বুকে
কালবৈশাখীর আবাস।
বৈশাখ এসেছে প্রিয়া ঠোঁটে
নিয়ে মিষ্টি হাসি
বৈশাখ এসেছে ফল বাগানে
ফুল ফুটেছে রাশি রাশি।
বৈশাখ এসেছে প্রিয়ার গালে
লালচে ভাঁজের মাঝে
বৈশাখ এসেছে সাজবে প্রিয়া
নানান রঙ্গের সাজে।
বৈশাখ এসেছে নীল আকাশে
নিয়ে কালো আঁধার
বৈশাখ এসেছে ভাঙ্গবে চালা
আমার বুড়ো মার।
বৈশাখ এসেছে বেড়ে গিয়েছে
ঝড়ো হাওয়ার বেগ
বৈশাখ এসেছে ঈষাণ কোনে
আঁধার কালো মেঘ।
বৈশাখ এসেছে বাবার হাতে
লাগানো ধানের মাঠে
বৈশাখ এসেছে পেঁকেছে ধান
কৃষাণ নেবে কেটে।
বৈশাখ এসেছে ব্যস্ত মা
ঢেকিতে দিয়ে ধান
কৃষাণ বধূরা দাড়িয়ে সেথায়
গাইছে শত ধান।