সরিষাবাড়ীর একটু দূরে
বিলবালিয়া গ্রাম
গ্রামের সবাই মিলেমিশে
কতইনা কথা বলতাম।
তখন আমি ছোট্ট ছিলাম
ঠিক বিকেল বেলা
গাছের নিচে বসে দেখতাম
প্রকৃতির কি খেলা।
গাছে গাছে কথা বলে
শান্তি আছে মোদের
অন্য গ্রামের লোকের চেয়ে
স্বভাব ভালো ওদের।
খাবার আগে ওরা সবাই
অন্যদের খোঁজ নেয়
একের দুঃখে অন্য সবাই
হাত বাড়িয়ে দেয়।
সবার সুখে হাসে সবাই
কাঁদে সবার দুঃখে
একজনের দোষে সবাই
দোষ নিতে চায় কাঁধে।
ভাই ভাই আছে ওরা
ভাইয়ের মত কথা
কেউ কাউকে বুঝতে দেয়না
নিজের মনের ব্যথা।
সুখে দুঃখে জীবন কাটে
কত না তাদের ভঙ্গি
মিলেমিশে থাকে ওরা
একে অপরের সঙ্গী।
গাছের কথা শুনে আমি
এলাম খোলা মাঠে
পাখ-পাখালির কিচির মিচির
ঝনঝনিয়ে বাঁজে।
সকল লোকের প্রিয় তুমি
সবার মুখে নাম
সকল গ্রামের সেরা আমার
বিলবালিয়া গ্রাম।