শুন্যতার মাঝে সঙ্গ তুমি, সন্ধ্যার শুকতারা
তোমাকে ছাড়া অসম্পুর্ণ সব, পথিক পথ হারা
অনেকের মাঝে অনন্য  তুমি ,গালের নির্মল টোল
উদাসিনীর মনে আশার আলো ,প্রেমিকের মনে বল

রুপসীদের মাঝে মায়াবী তুমি,পুকুরের নীল পদ্ম
অন্ধকার রুমে প্রদীপসম,শরৎ এর লেখা গদ্য
সাগরের কোলে ঢেউ তুমি,কোকিলের কন্ঠে গান
ভোরবেলার সিগ্ধ বায়ু,হেমন্তের রুপালী ধান

সসীমের মাঝেই অসীম তুমি,অনন্ত গোলকধাঁধা
সুজনের কাছে উজার মন,দুর্জনের কাছে বাঁধা
কাব্য ভাষায় হৃদে তুমি,গদ্যে হৃদয়ে
বন্ধুত্বের অটুট বন্ধন তুমি,চিরস্থায়ী সময়ে।