লোকে কী বলবে হায়, কী বলবে তারা?
ভাবতে ভাবতেই কেটে যায় জীবন সারা
কম বেতনের সামান্য চাকরি করে মোর ছেলে
কী হবে পাশের বাড়ির আফা জানতে পেলে?
সন্তান অসুস্থ,শরীর খারাপ কোনো সমস্যা নাই তবু
পরীক্ষায় কম পেলেই সম্মান হয় নিভু নিভু
বাড়ি ঘর ভালো না হলে বলবে কী লোকে
কাল শেষে অসুখেও ওষুধ জোটে না মুখে
বিপদে তুমি পাবে না তাদের কারোর দেখা
সমালোচনা করে তোমায় করে দেবে একা
তবুও এ কী বলবে, ও কী বলবে তা ভাবতেই দিন যায়
অধিক চিন্তায় কোনো ভালো কাজ শুরু হয় না হায়
শেষ বয়সে মনে হয় যদি করতাম সেই কাজ
সমাজের কথা না ভেবে না করে কোনো লাজ
হয়তো মোর শেষ জীবন হতো অনেক সুখের
হয়তো মোর জীবন হতো না এত দুঃখের