"লাশটা আজ পড়ে আছে এক কোণে, খুজে ফিরে চায় তনুটা আজ ফাপা বটে, অন্তরাত্মা আজ আর নাই
রক্তমাখা বদলে ধুলো, গগণও রক্ত লাল
মা কি জানে তার খোকা দেখবে না আর সকাল?"

ওহে মূর্খ সত্য এটি, বলেছো যারে রক্ত
সত্য দানে ঝরবে প্রাণ, মহাকালের পাতা শিক্ত
মহাকাল আজ গর্জে উঠে, "লাশ নহে, বীরের দেহ
যে দেহ ছপিছে নিজের নিজেকে, ছেড়ে দিয়ে সব মোহ।”
মার আজ গর্বে উচ্চ শীর, তার সন্তান পুরো বিশ্বে পেয়েছে খোকা অমরত্ব, তার আত্মদান সর্বশীর্ষে

করাল আধারে পুরো ধরিত্রী, চারিদিকে হাহাকার
অন্যায় যখন শৈলচূড়ে, ধরবে কে ন্যায়ের হাল?
ইতিহাস স্বাক্ষী, স্বাক্ষী ধরিত্রী, স্বাক্ষী মহাকাল
গোমর ফাসে, অন্যায় নাশে দামালরাই হয় ধাল

ওহে নবীণ জেগে থাকো, জাগাও মনুষ্যত্ব
আধার হটাও, হও দুর্বার, স্বর্গ হতে মর্ত
বীরের নিশান উড়াও সদা, উড়াও রক্ত নিশান অপরাজেয় হতেই হবে, হতে হবে আগুয়ান।