কবি তার কাব্যে, চন্দ্র গভীর রাত্রে
বলে তোমার কথা,তুমি ছিলে নক্ষত্রে
বসন্ত ফুলের মাঝে,হেমন্ত কাশ সাগরে
ছড়িয়ে দেয় তোমার সুবাস,ছড়ায় অনন্তে
বিকেলে উদাস কবি,সন্ধ্যায় ডুবেছে সবই
তোমার মায়ায় আটকা পড়ে,ভাবুক দিবারাত্রি
রাখালের বাশির সুরে,বৃষ্টিস্নাত নতুন ভোরে
স্নিগ্ধতায় ভরিয়ে রাখে,তোমার অসীম মায়াডোরে
তোমার নির্মল হাসি,চোখসমুদ্রে যায় ভাসি
মন গহিনের অতল কোণে,জানায় ভালোবাসি
নতুন পুষ্পডোরে,অজানা কোনো নদী তীরে
দেখব নীলাভ আকাশ,মেঘগুচ্ছ কিভাবে খেলে
রেখে হাত তোমার হাতে,তোমার কোমল স্পর্শ মেখে
পাড়ি দিব শত ক্রোশ পথ,দেখব জগত টাকে
শুধু থেকো তুমি পাশে,অবুঝ এই আমার সাথে
জীবনও যেনো ঘনিয়ে আসে, রেখে মাথা তোমার কাধে