এই যুদ্ধ বন্ধ হবে কবে?
কবে মানুষ পাবে শান্তি?
কবে এই উত্তাল ঢেউ শান্ত হবে?
হবে নিস্তব্ধ ভোর রাতের মতো
কবে বার্তা আসবে
নিরীহ নিষ্পাপ শিশুদের ক্ষতবিক্ষত দেহ আর নেই
নেই কোনো নিপীড়িত ধর্ষিত মৃত নারীর চিহ্ন
কবে আবার সংবাদপত্র পড়ব
হত্যা লুটতরাজ দুর্নীতির খবর ছাড়া
দেখব চাঁদমাখা মুখ;ন্যায় বিচার পেয়েছে যারা
কবে আর দেখতে হবে না
মানুষ গৃহহীন,অন্ন-বস্ত্রহীন হয়ে রাস্তার পাশে
ছেঁড়া ফুটো পোশাক পড়া বাচ্চাটি কাঙ্গালের বেশে
কবে আর ঘুমের ঘোরে মৃত্যুকে বরণ করতে হবে না
যাবে নিশ্চিত মনে ভোরের সূর্যকে দেখা
কবে আর সহ্য করতে হবে না পারিবারিক অশান্তি
সবার সাহায্যে যাবে নিজের স্বপ্ন আঁকা
মানুষ আজ বাঁচতে চায়
বাঁচতে চায় শান্তিতে
যেখানে স্বাধীনতার নামে অধিকার হরণ করা হয় না
চালানো যায় না দিনে দুপুরে লুটতরাজ
মানুষ আজ শান্তি চায়
পেতে চায় প্রকৃত সুখ
যেখানে কাউকে নিপীড়িত হতে দেখতে হয় না
হয় না কারোর অনুগ্রহে বেঁচে থাকতে
এই যুদ্ধ কবে শেষ হবে?
কবে মিলবে মানসিক প্রশান্তি
শান্তি নামক অচিন পাখি কবে দিবে ধরা?
কবে অমৃতরসে ভরে যাবে মানব হৃদয়?