আমি লিখেছি সে গান
যে গান শুধু তোমারই জন্য
যে গানে আমি তোমাকে খুঁজে পাই
আমি লিখেছি সেই গান
যে গানের প্রতিটি অক্ষরে তোমার সুবাস মেলে
যে গান ধন্য হবে তোমার কোমল স্পর্শ পেলে
সেই গান
যে গানের গানের প্রতিটি বর্ণে তোমার হাসি মেলে
যে গানে কল্পনায় তোমার স্মৃতিগুলো খোলে
তুমি কি গাইবে আমার লিখা সেই গান?
যে গানে তুমি তোমার তোমাকেই খুঁজে পাবে
যে গানে কল্পনাতেও তুমি আমার থেকে যাবে
সে গান
যে গানের প্রতিটি অক্ষরে আমার স্পর্শ রয়েছে
যে গান জুড়ে আমার ভালোবাসা রয়ে গিয়েছে
তুমি কি ব্যাকুল হয়ে গাইবে আমার লিখা সে গান?
কি জানি কেমন হবে তোমার কন্ঠে আমার এ গান
হত শত বাস্তুহারা পাখিরা তোমার গাওয়া এ গান শুনে সুখের দেখা পাবে
হয়ত এই নির্বাক প্রকৃতিও হতবাক হয়ে যাবে
আমি ব্যাকুল হয়ে অপেক্ষা করব সেই তোমার জন্য
যার আগমনে আমার এই তুচ্ছ জীবন হয়েছে ধন্য
তুমি কি আসবে?
তোমার জন্য লিখা আমার এ গান গাইতে
আমার স্মৃতিকাতরতায় তোমার খোঁজ পাইতে
তুমি কেন চলে গেলে হে প্রিয়তমা
আমাকে একলা ছেড়ে এ ধরণীর তরে
আমি কি পারতাম না যেতে তোমার সাথে মরে?
তুমি কি আসবে?
আমারে জানাই দিও উড়োচিঠির তরে
আমি তোমার জন্য অপেক্ষা করব জন্ম জন্মান্তরে