সে চলিয়া গেলো
একটিবারও পেছন পানে চাহিলো না
চাহিলে দেখিতে পাইতো
একসমুদ্র ভালোবাসা ভরা চক্ষুখানি

সে চলিয়া গেলো
চলিয়া গেলো সময়টুকুও তড়িৎবেগে

সময়ের এতো তাড়া কেনো
একটুখানি থেমে থাকিলে কি ক্ষতি হতো?
দেখিতাম তারে দুচক্ষু ভরিয়া
মনের আশ যে মেটে না হায়

সে চলিয়া গেলো
অপ্রাপ্তিকে প্রাপ্তিতে রুপান্তর করে
কিন্তু এত ক্ষণস্থায়ী কেনো এ যাত্রা
তাহাকে তো দেখিতেই পারিলাম না

সে চলিয়া গেলো
তাহার পানে দাড়িতে আমি অপেক্ষায়
যদি একটিবার দেখা মেলে,আরেকটিবার

স্বপ্ন বাস্তব জগতে এসে পড়লে কি এমনই হয়
উত্তাল সাগরে তরী ঠায় পায় না কভু
তবুও সংগ্রাম চালিয়ে হায় তাহাকে পাবার
তরী যে বাইতেই হবে,যেতে হবে স্বপ্নের তরে