"সমস্যা নেই আমি তোমাকে দিচ্ছি
আরও খাবার এনে
এখন ত তুমি খেয়ে নাও
আমার কথার মেনে"
"ক্ষমা করবেন হুজুর;
ঢুকবে না এ খাবার আমার মুখ দিয়ে
আমি এতসব খাবার খেতে চাই
আমার বোনকে সাথে নিয়ে"
"আচ্ছা তুমি এই খাবার নিয়ে
তোমার বোনের কাছেই চলে যাও
আর আমার কাছ থেকে এই সামান্য কিছু অর্থ নাও
আমার জীবনে আমি তোমার মতো
ভাই দেখি নাই
সব বোনই যেন তোমার মতো
একজন বড় ভাই পায়"
"আপনি অনেক ভালো মানুষ
আপনার ভালো করুক প্রভু
আমি আপনার এই সাহায্য
ভুলব না জীবনে কভু
বোন ও বোন কোথায় চলে গেলি
দেখ কত খাবার এনেছি
চল খাই দুজন মিলি"
চারিদিক স্তব্ধ কোনো শব্দ নাই
খাবার পুটলি ফেলে ভাই বোনকে খুজতে যায়
'' খুঁজিলাম সারাদিন সারারাত
বোনের কোনো দেখা নাই
আমি কি মা-বাবার মতো তাকেও ফেলিলাম হারাই?
এ জীবনে কি খেলা দেখালে তুমি প্রভু
আমি কি এ জীবনে আমার বোনকে
ফিরে পাব কভু?"
(পূর্বে অনাথ ১ও২ পড়বেন)