হয়তো কোনো একদিন, বৃষ্টিবেলা, ভিজবে তুমি একা
হাতটি ধরে অপরজনের, ডাকবে তুমি শখা।
তোমার পাশে দাঁড়িয়ে সে, হাসবে মৃদু স্বরে,
আমি থাকবো দূরে,নাগালের বাহিরে, ধুলো হয়ে ঝরবো ভোরে।

হয়তো কোনো এক রাতে, চন্দ্র পানে চেয়ে, ভাববে আমার কথা
আমি অস্তমিত, হারিয়েছি নিজেকে, হারিয়েছি যত ব্যাথা
আমি তাকিয়ে ছিলাম অপলক দৃষ্টিতে, তাকিয়ে তোমার পানে
তোমার সুখে আড়াল হয়েছি,হারিয়েছি সন্ধ্যা গাণে

আজ দেহের মাঝে ফাপা সবই, হাহাকার মহাশূন্যে
পাইনি তোমায় আমার মাঝে,খুজেছি হয়ে হন্নে
তুমি জোসনা দেখো কাঁধে কাঁধ রেখে, দুয়ে মিলে হয়ে এক
আমার কষ্টগুলো বৃষ্টি হয়ে, ঝরে পড়ে হয়ে মেঘ

তুমি তাকিয়ে দেখো আমার পানে,আমি খুশী তোমার সুখে
তুমি ভালো থেকো,থেকো আলোর মতো, কষ্ট মেখো না তমো মুখে।