জন্ম নিয়েছি মরতে হবে,
তবু বাঁচবো বীর বেশে।
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে,
শহীদ হবো অবশেষে।
মুক্তির সনদ পড়েছি মোরা,
দেখেছি বঞ্চনার চিত্র।
অত্যাচারে নিপীড়িত ছিলাম,
পাক ছিল না কোনো মিত্র।
জন্মেছিল এ মুজিব এ দেশে,
হাজার বছরের শ্রেষ্ঠ।
অন্যায়ের বিরুদ্ধে দেননি ছাড়,
দেখেছে পুরো বিশ্ব।
বজ্র কণ্ঠে ন্যায্য দাবি,
তুলেছিলেন ছয় দফায়।
বাঙালির মুক্তির সনদ এটি,
ছিল অধিকার প্রতি কথায়।
এক হয়েছিল পুরো জাতি,
জন্মেছিল জাতীয়তাবাদ।
মুক্তির মন্ত্রে উজ্জীবিত তারা,
পাকিস্তান যায় নিপাত।