জীবন কখনো থেমে থাকে না
হয়তো দুঃখ বাড়ে,কষ্টে অন্তরাত্মা মারা যায়
কিন্তু এই নিথর দেহ চলে,চলতেই হয়
ভোরের সূর্য সুখবার্তা আনতে ভুলে যায়
ভুলে যায় রাতে চন্দ্রও
তীব্র-প্রখর আলোকচ্ছটার মাঝেও অন্ধকার দেয় হানা
মনে করে দেয় দুঃখ আমাকে ছেড়ে যায় নি
যায় নি এ বন্ধনকে অগ্রাহ্য করে
খোলসমাত্র এ দেহ চলে,চলে অনন্তকাল ব্যাপি
মনে করিয়ে দেয় সেও এককালে পূর্ণ ছিল
ছিল পরিপূর্ণ মানুষ
আজ এ খোলসেরই দাম বেশি,বেশি মর্যাদা
প্রাণ কে চায়? খোলসই যে সব,সবকিছুর ধারক
আত্নার অপমৃত্যুর কান্না কেউ শুনতে পায় না
পারে না খোলসের ভেতরে উঁকি দিতে
খোলস আজ ফাপা- হু হু করছে
তবুও কারোর জায়গা নেই,নেই কর্তৃত্ব
এটাই জীবন