যদি দেখো,  

ভোরের শীতল হাওয়া সিক্ত করছে তোমার হৃদয়  
কিন্তু মনে শান্তি নেই-  
ভেবে নিও আমি আর নেই-  

ভেবে নিও,  

আমি পাড়ি জমিয়েছি না ফেরার দেশে  
অনন্ত মুক্তির নৌকা চড়ে  
যদি দেখ তোমার মুখে হাসিটুকু নেই-  

যদি ঐ কোকিলের কলরবে তোমার মন না জুড়ায়  
ভেবে নিও আমার অস্তিত্ব বিলীন হয়ে গেছে  

ভেবে নিও,  

তুমি মুক্তি পেয়েছো আমার মায়া বন্ধন থেকে  
যদি দেখো তোমার চোখ থেকে জল পড়ছে অবিরত  

আমি পারবো না, পারবো না তোমার মায়া থেকে বাঁচতে  
তাই চলে গেলাম, গেলাম অনন্ত মুক্তির দিকে  
যদিও এটা মুক্তি কিনা জানি না, পারবো না ছাড়তে  
তুমি থেকো ভালো সারাটি জীবন, আমার স্মৃতিগুলো মেখে