ওহে বিহঙ্গ শান্ত তুমি যাচ্ছ কোথা
ওহে পক্ষী জিগাই আমি বলো কথা
শেকড়ের তরে নতুন করে যাচ্ছ তুমি
কত দেশ-বিদেশ কত রঙ ভাবি আমি
শত মাইল শত বাধা কত পথ দিয়ে পাড়ি
ভ্রমণ শেষে পুলক মনে যাচ্ছ তোমার বাড়ি
নিজ দেশ তবো ছাড়িয়াছো বটে জীবন বাঁচার তরে
নতুন আশা নতুন উদ্যম নতুন স্বপ্ন ভরে
নিজ ভুবনে চলে যাবে বটে স্বার্থ হাসিল হলে
নতুন ঠিকানা কি ভুলে গেলে প্রয়োজন শেষ বলে
বলব কি তোমায় স্বার্থপর?আত্মকেন্দ্রিক তুমি?
স্বার্থ ফুরলে থাকে না কেউ তা ত বটে জানি
হয়ত আবার আসিবে ফিরে স্বার্থ যখন টানে
দেখা হবে শীতেরও কালে মন তো তা জানে