আজ গগনে মেঘ কাঁদে
বৃষ্টি হয়ে পড়তে চায়
মনসাগরের ঢেউ থামিয়ে
যদি একটু মুক্তি পায়
পারে না তবু মুক্ত হতে
হয়ে যেতে নিশ্চিহ্ন
প্রত্যাশাগুলো উঁকি দিয়ে
হতে চায় নিশ্চিন্ত
জীবিত থেকে হিয়া মাঝে
জীবন্ত তারুণ্যে
বিষাদ পাহাড় ধামা চাপা
মন রুপ অরণ্যে
আজ ঐ মেঘ কাঁদে
পায় না তো সে মুক্তি
অনল সংগ্রামে টিকে থেকে
খুঁজে জীবনের যুক্তি
মেঘ আজ পূর্ণ বটে
কালো বিষাদের ছায়ায়
সময় হয়েছে ঝরে পড়ার
মুক্তি অনন্ত মায়ায়
নতুন মেঘের আগমনী প্রহর
নতুন আমেজে সাঁজে
জীবনযুদ্ধে এসেছে সে
এ মেঘ ও আজ কাঁদে