রক্ত আজ কাঁদে, অসীম আকাশে চেয়ে
কেন তাকে ঝরতে হলো অধিকার না পেয়ে?
ধুলো আজ কাঁদে নীরবে তরুণের রক্ত মেখে,
কাকটাও দিশেহারা আজ রক্তবন্যা দেখে।

কালো হাত আজ সোচ্চার বটে, সোচ্চার অপশক্তি,
মুক্তিযুদ্ধের চেতনার নাশ, নাশ মানুষের মুক্তি।
মায়ের কোল আজ রক্তে ভেজা, চারিদিকে হাহাকার,
অন্ধকার বাসা বেধেছে, নেই কোনো অধিকার।

কি দোষ ছিলো, কি অপরাধ, কিসের জন্য শাস্তি?
কেন কোল শুন্য হবে, কেন ঝড়বে রক্ত এক রত্তি?
ঝরেছে রক্ত বাহান্নতে, ঝরেছে একত্তরে,
ঝরবে রক্ত ন্যায়ের পথে, ঝরবে দেশের তরে।

কেন আজ ন্যায়ের জন্য রক্তিম নিশান উড়ে?
কেন আজ ছাত্রের বুকে নির্মম গুলি চলে?
প্রশ্নগুলোই আজ প্রশ্নবিদ্ধ, শব্দ হারিয়ে যায়,
সত্যের কলমে কালি শেষ, প্রাণের মায়া বাড়ায়।