বাংলা তুমি কি শুধু উচ্চারিত ধ্বনি
নাকি শত রক্তে লেখা ইতিহাস
তোমার স্পর্শে গড়ে পরিচয়
তুমি যে অস্তিত্বের নিঃশ্বাস

বাংলা তুমি জীবনাদর্শন
তুমি অসীম ভালোবাসা
বাংলা তুমি নজরুলের দ্রোহ
কোটি প্রাণের কাছে আসা

বাংলা তুমি চির বহমান
তুমি জসীমউদ্দিনের পল্লিমাতা
বাংলা তুমি কাব্যের প্রাণ
তুমি জীবন সুতোয় গাঁথা

তুমি তো শুধু ভাষা নও
তুমি মাতৃমমতায় সিক্ত
বাংলা তুমি চেতনাবোধ
তুমি কোটি বাঙালির ঐক্য

বাংলা তুমি শহীদের রক্ত
তুমি বীরের বজ্রধ্বনি
মোদের কাছে মাতৃতুল্য
তুমি মায়ের চোখের মণি

জীবনের অবিচ্ছেদ্য অংশ তুমি
দিশেহারার বুকে আশা
স্বর্গীয় মমতায় পূর্ণ তুমি
তুমি আমার মাতৃভাষা।