কৃষ্ণচূড়া আজ রক্তে ভেজা, ভেজা রাস্তার ধুলোখানি,
বিপদে আজ বাংলা ভাষা, মায়ের মুখের মধুর বাণী।
উর্দু হবে রাষ্ট্রভাষা, থাকবে মুখে মুখে
বাংলা যে হৃদ-মাঝারে, বাংলা মোদের  বুকে।
মায়ের ভাষা শ্রুতিমধুর, অকৃত্রিম সে ভালোবাসা,
বাংলাই মোদের মাতৃভাষা, বাংলা মনের আশা।


প্রতিবাদে উত্তাল সমুদ্র, উত্তাল বিদ্রোহী চিত্ত,
শাসন-শোষণ, অন্যায়ের রাজ, ভাসে জুলুমের চিত্র।
কালো হাতে আজ সোচ্চার ওরা, চারিদিকে নিকষকালো।
রক্তে মাখা মোদের বদন, রক্তই ন্যায়ের আলো।
শোষক বনাম ছাত্রসমাজ, বারুদের বিরুদ্ধে মুক্তি,
গড়বো হৃদে শহিদ মিনার, মা যে মোদের শক্তি।


ভেঙে তাদের হাজারো নিয়ম, ভেঙে মৃত্যুর ধারা,
বের হয়েছে দামালের দল, হেরে যাবে কভু তারা।
পুলিশের গুলিবর্ষণ, যেনো বৃষ্টি ঝরে পড়ে,
মুক্তিচেতা বীরেরা সব, বীরত্ব তবু না নড়ে।
শহীদ হয়ে মায়ের তরে, ছেড়ে দিলো দেহের মায়া,
হাসছে তারা আকাশ পানে, গর্বিত এ কায়া।


শোন কাপুরুষ,
ভাঙবি কত শহিদ মিনার, মারবি কত খোকা?
মিনার যে অমর এ মনে, ভাঙতে পারবি নারে বোকা।
মায়ের সম্মানে জীবন তুচ্ছ, তুচ্ছ বুলেট-গুলি,
বাংলা মোদের জীবনদর্শন, বাংলা মোদের বুলি।
বাংলা শুধু ভাষা না মোদের, বাংলা আত্মকথা,
বাংলা মোদের জাতীয়তাবাদ, বাংলা জীবনগাথা।


মাগো, দেখো নির্ভীক সব, তোমার দামাল ছেলেগুলো
হাসিমুখে জানাচ্ছে বিদায়, মৃত্যু আলিঙ্গন করে নিলো।