বিষণ্ণ দুপুরে পথ মাড়িয়ে হেটে চলি
মাত্রাতিরিক্ত কার্বনের হাওয়ায় দুলতে থাকে
ধোঁয়া খেয়ে বেড়ে ওঠা গাছের পাতা
হাওয়ার দাপট সইতে না পেরে কেউ কেউ বেছে নেয় মৃত্যু
আমিও ঝরে যাই রোজ ; মৃত্যুকে অভ্যর্থনা করি
ঝরে না শুধু আমার রুহ —
দেয় না হতে মৃত্যুর অনুসারী ।
সুউচ্চ দালানের মাথায় দিনের শেষ আলো ঝিমিয়ে পড়ে
জুতোর ঘাম মিশে যায় পায়ের ধুলোয়
এই পলেস্তরার নগরে আমার কোনো নাম নেই
যেমন রিফিউজি পাখিটার নেই নিজ আবাসস্থল
তবু একদিন হেমন্তের শেষ ক্ষেতে
দিনের শেষ আলোটির সাথে
ফিরে আসবো
যদিও কাফেলা —
তবুও চিরকালীন ।
রুহের যাত্রা
মিল্লাত সরকার #২৩১০২৪