যাচ্ছ ছেড়ে
ধীরে ধীরে
সকাল থেকে বিকেল হয়ে রাত্রি ধরে  
যাচ্ছ সরে।

বুঝতে পারি-
আমার সাথে দিচ্ছ আড়ি
আর হবে না কথা বলা
পাশাপাশি হেটে চলা
আর হবে না তোমার আমার
চোখে চোখে চোখ মেলানো
আর হবে না।

যাচ্ছ ছেড়ে
আমার থেকে কোটি আলোকবর্ষ দূরে
অন্য ঘরে।

হয়তো আমি খুব অচেনা
হয়ে গেছি তোমার কাছে,
খুজবো না আর তোমার ছায়া
ছেড়ে যাবো নিজের কায়া
এই মায়াবী পৃথিবী ছেড়ে
আমিও হবো ভীষণ মায়া।