আমায় যদি পড়তে না পারো
অমন করে তাকিয়ো না
আমি দেখতে সুদর্শন নই ......

বিশ্বাস যদি করতে না পারো
আমায় ভালোবেসো না
আমি ভালোবাসার যোগ্য নই......

যদি আমার সাথে হাটতে না চাও
আমার পিছু নিও না
আমার পথ মসৃন নয়......

যদি কোনও কাজ না থাকে
তবুও আমায় নিয়ে ভেবো না
আমি তোমার শত্রু নই........

বোধের মূলে আলো জ্বেলে
নিজের ছায়া পেছনে ফেলে
যদি সামনে এগিয়ে যেতে না চাও
আমায় খুজে পাবে না
আমি জড় বস্তু নই ......।