তোমার যত কষ্ট আছে
ধীরে ধীরে বারে বারে নয়-
এককালীন জমা দিও আমার কাছে।
একবারে ডুব দিও কষ্টসমেত-
করে নেব জয় সমুদ্রসম।

ধৈর্য্যের বাঁধ ভেঙে গেলে
থাকেনা কিছুই অবশিষ্ট।