যেখান থেকে শুরু
সেইখানেতেই শেষ
মাঝখানেতে নানান পথে
ঘুরে এলাম দেশ।

মিলন হলো একই রেখায়
বাঁধন হয়নি ছিন্ন
শুরু আর শেষ একই বিন্দু
কারনটা শুধু ভিন্ন।।