আকাশের মেঘ দেখে
যায় চেনা প্রভু ।
প্রভুর রহমতের
শেষ নেই কভু।
চোখ যায় যে দিকে
সে দিকেই রহমত।
প্রভুর নামে খেলে
হয় সব বরকত।
দয়াল প্রভুর জমিনে
যা কিছু হয়।
সব কিছু রহমত
মহা প্রভু কয়।
প্রভুর রহমতের
নেই কোন শেষ।
প্রভুর দয়ায় মোরা
আছি ভালো বেশ।-----
লন্ডন 13/8/22