উপকার করেছি বলে
খাচ্ছি আজ ধোঁকা ।
ধোঁকার মাঝে হাঁটছি
আমি বোকা সোকা।
ডালিম গাছে ধরে না মউ
দাদখানি কথা আজ শকুনের বউ।
শকুনের বাহারী ছেলারা আজ
নিরবে বেঁধেছে জোট
রক্ত চুষে হাডিড খেয়ে
করেছে সব লোট ।
ক্লান্ত আজি বিষন্ন মনে
একা একা হাঁটি ।
বিষন্নতায় কেঁদে উঠে মোর
আকাশ পাতাল মাটি ------------।