টুঙিপাড়া যাই
সরওয়ার জাহান
-------
আয় ছেলেরা আয় মেয়েরা
টুঙিপাড়া যাই।
দেখলে তোরা অবাক হবে
টুঙিপাড়া তাই।
টুঙিপাড়া গ্রামটি নাকি দেখতে
ভীষণ ভালো।
রাত দুপুরে টুঙিপাড়ায়
ছড়িয়ে থাকে আলো।
মধুমতি নদীর তীরে
ছোট্ট একটি গ্রাম।
বিশ্ব জোড়ে ছড়িয়ে আছে
সেই গ্রামের নাম।
নাম যেমন তাঁর দামও তেমন
আছে তার কারণ।
আজকে তোদের বলতে আমার
নেই যে কোন বারণ।
টুঙিপাড়ায় শুয়ে আছেন
স্বাধীন বাংলার পিতা।
যাঁর জন্য পেয়েছি মোরা
বাংলাদেশের স্বাধীনতা।
দেখতে যদি চাওরে তোরা
যাও তবে টুঙিপাড়া।
গেলে তোরা টুঙিপাড়া দেবে
তোদের বিবেক নাড়া।
ধন্য গ্রাম টুঙিপাড়া
আজকে অনেক ধন্য।
বঙ্গ পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবের জন্য ।------