রাত পোহালে সূর্যি মামা
পূর্বাকাশে উঠে।
দিনের শেষে আলো নিয়ে
পশ্চিমাকাশে ঠুঁটে।
সূর্যি মামার আলোর তাপে
চলে দিনের কাজ।
দিনের আলোয় সেজে তাকে
লাজুক টিয়া লাজ।
দিনের আলোয় চলে খেলা
দিনের শেষে গড়ায় বেলা।
সূর্যি মামার আলোর খেলায়।
ব্যস্ত সবাই দিনের বেলায়।
অন্ধকারে আলোর তাপে
উজ্জ্বল তাকে হেরা।
সূর্যি মামার দিনের আলো
সকল আলোর সেরা ।---------