'''''''''''''''"'''''''''''''''''''"'''''''"''''''''''''''''''''''''''''''''''''''''''
আমার দেশের মাটি
সোনার চেয়ে ও খাঁটি ।
পাই না এমন মাটি
বিশ্ব ঘুরে হাঁটি ।

কোথায় পাবে এমন মাটি
লাল সবুজের ঘাঁটি ।
লাল সবুজে রক্তে আঁকা
বাংলা মায়ের মাটি।

পাইনা কোথাও এমন দেশ
লাল সবুজের বাংলাদেশ ।
বাংলা আমার ভালোবাসা
বাংলা আমার ভাষা ।

বাংলা নিয়ে গর্ব করি
বাংলায় যেন মরি ।
বাংলা আমার প্রাণের ভাষা
বাংলায় সকল আশা ।---------------------