চুড়ই পাখি, চুড়ই পাখি
কিচিরমিচির, ডাকি ডাকি।
কোথা উড়ে যাও।
গাছে গাছে ,ঘাসে ঘাসে
ফড়িং ধরে খাও।
তিড়িং তিড়িং, নেচে নেচে
আকাশ পানে উড়ো।
গাছের ডালে বসে তুমি
আপন নীড় গড়ো।
ঝুলে যাওয়া নীড় তোমার
স্বপ্ন সুখের বাস।
ফড়িং খেতে যখন- তখন
চিমটি কাট ঘাস।
উড়ো তুমি ঢালে ঢালে
নেচো তুমি তালে তালে।
তোমার নাকি ঠোঁট কালো
তোমার নাচ লাগে ভালো।
ছোট্ট পাখি, চুড়ই পাখি
তোমার নাচে ভরে আঁখি।-------