ষড়যন্ত্র তুমি ভর করেছো
কার কাঁধে,
বারবার তুমি দেশটাকে ফেলছো
কেন ভীষণ ফাঁদে।
তোমার কাঁধে ভর করে
দেশটা যায় গুল্লায়।
লাখো শহীদের দেশটা
রক্ষা করুক আল্লায় ।
দেশ-জাতির স্বপ্ন ভূমে
করনা তুমি ভর।
যাও চলে যাও,পরবাসে
নিয়ে সকল স্বার্থপর।
লাখো শহীদের দেশটা
থাকুক চির সুখে।
বঙ্গবন্ধুর প্রিয় ভূমি
পড়ুক না যেন দুঃখে।
বঙ্গবন্ধুর স্বপ্ন ভরা
লাল সবুজের দেশ।
যাও চলে যাও,অচিন বনে
বাংলা থাকুক বেশ।