হাসপাতালে দেখা হলো
একটি মেয়ের সাথে,
দু:খি মনে কাঁদছে বসে
মুখটি ঢেকে হাতে।

অল্প কথায় পরিচয় হলো
নামটি জানা গেল,
চমৎকার ছিল নামটি তার
বয়স ছিল ষোল।

হালকা ছিল দেহের গড়ন
লম্বা ছিল চুল,
একটুখানি হাসির মাঝে
পড়তো গালে টুল।

এলোমেলো কথার ফাঁকে
জমে ছিল আড্ডা,
অবশেষে জানিয়ে দিল
বাড়ি তার বাড্ডা।