হিজরী সনের
২৭ তারিখ রজব মাস ।
গেলেন নবী বোরাক চড়ে
সপ্তম আকাশ।
সেই খানেতে ছিলেন বসা
মুমিন জাতির পিতা।
যিনি ছিলেন মহান খোদার
ভালোবাসার মিতা।
যার জন্য পেয়েছি মোরা
একটি ইদে কুরবান।
কুরবান দিলে পাবে তুমি
খোদার কাছে সম্মান।
দেখা করে পিতার সাথে
গেলেন নবী সীরাতুল মুনতাহা।
করলেন দেখা খোদার সাথে
এলেন নিয়ে উপহার যাহা।
মেরাজ নিয়ে প্রিয় নবীর
আছে অনেক স্মৃতি।
খুব সহজে যায় না লেখা
মেরাজ রাতের ইতি।
মেরাজ রাতের পরে আসে
দ্বীন পালনে রীতি।
দ্বীন প্রচারে ছিল নবীর
উওম সকল নীতি।
মেরাজ রাতের ইতিহাস নিয়ে
আছে অনেক কথা ।
খোদার দিদার লাভে নবীর
গোছলো সকল ব্যথা।
(লন্ডন ৯/৮/২০২২