ইলিশ বিলিশ পুলিশ
ভাই ----
পুলিশ বিভাগে মানুষ
চাই।------

মানুষ নামের পুলিশ গুলো
অসৎ কাজে লিপ্ত।
হর- হামেশা মানুষ মেরে
করছে পান রক্ত ।

টাকার নেশায় মত্ত পুলিশ
টাকাই নাকি সব।
টাকা পেলে করে পুলিশ
নানান-রকম জব।
থানায় বসে আঁটে পুলিশ
হরেক - রকম ফন্দি।
সুযোগ পেলে পুলিশ করে
নিরীহ মানুষ বন্দি।-----------