পদ্মা পাড়ের মানুষ আমি
দুঃখ আমার সই-
দুঃখটাকে আড়াল করতে
পাই না সুখের মই-
সুখের পিছু হাঁটতে গেলে
দেয় যে থাবা ঢেউ --
ঢেউয়ের খেলার কুল-কিনারা
পায় না খোঁজে কেউ--
পদ্মা নদীর আজব খেলায়
হারায় লোকে সব--
ভিটে- হীন মানুষ গুলো
হারায় তাদের যব----
পদ্মা রে তুই,পদ্মা
তোর কি নাই লজ্জা?
যখন-তখন কেড়ে নিস
মানুষ গুলোর সজ্জা---
{ সরওয়ার }
{লন্ডন ১৪/৯/১৮ ইংরেজি }