মহা প্রভুর সৃষ্টি ওরা
ওদের আছে মন।
সভ্য ওরা,মনটা বিশাল
চায় না কারোর ধন।
স্বপ্নে ভরা ভুবন মাঝে
চায় না ওরা কাঁদতে।
একটুখানি ভালোবাসায়
চায় যে ওরা হাসতে।
সবার মতো মানুষ ওরা
ওদের আছে স্বপ্ন ।
লাল সবুজের ভুবন মাঝে
বাঁচতে ওরা মগ্ন।
রক্ত-মাংসে মানুষ ওরা
ওদের আছে চোখ।
খুব সহজে যায় না দেখা
ওঁদের সকল দুঃখ।
শান্ত ওরা, ক্লান্ত ওরা
সব কিছুতেই ভালো।
আলো ছড়ায় শিক্ষা পেলে
সরায় ভুবন-কালো।
ওরা প্রতিবন্ধী-বধির
সবাই বলে তাই।
মহান আল্লাহর সৃষ্টি তারা
ওরাও মোদের ভাই ।
"সহমর্মিতার সংবেদন" এর জন্য কবিতা
লন্ডন ২২/০৮/২২