নূরের নবী ধ্যানের ছবি
কোথায় নেই তুমি।
তোমার জন্য পেয়েছি মোরা
বিশ্ব মানব ভূমি।
আকাশ বলে, চন্দ্র বলে
বলে নদীর পানি।
খোদার প্রিয় হাবিব তুমি
ছিলে মহা জ্ঞানী।
তোমার মুখে ইকরা পাঠ
তুমি দ্বীনের গুরু।
ইসলাম শিক্ষা দিয়ে তুমি
করলে দ্বীন শুরু।
ত্রি-ভুবনের সবার প্রিয়
তুমি ভীষণ দামী।
তোমায় মুমিন ভালোবাসে
জানেন অন্তযামী।
তোমার জন্য পেয়েছি মোরা
ইসলাম নামক শান্তি।
মাপ করে দিও দয়াল নবীজি
সকল ভুল- ভ্রান্তি।